1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাত ৮টার পর শপিংমল-দোকান বন্ধের আহ্বান খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের - আলোকিত খাগড়াছড়ি

রাত ৮টার পর শপিংমল-দোকান বন্ধের আহ্বান খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাত ৮টার মধ্যে শপিংমল এবং বানিজ্যিক প্রতিষ্ঠান সহ দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ। শনিবার খাগড়াছড়ি পৌর শহরে মাইকিং করে এ আহ্বান জানায় বিদ্যুৎ বিভাগ। তবে খোলা থাকবে ঔষধের দোকানসহ জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বগত সরকার বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। এসব গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একই সঙ্গে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে। দেশের চাহিদার প্রেক্ষিতে রাত ৮টার মধ্যে শপিংমল, বানিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে শহরে আমরা মাইকিং করেছি। আমরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।’
মাইকিং করার সময় যেসকল নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ তা হলো- রাত ৮টার পর শপিংমল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা, নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে শপিংমল-দোকান-পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার হতে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা, বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকা, বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা।
বিদ্যুৎ সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য ১৬৯৯৯ হট লাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ