1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
দীঘিনালা উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী এবং রানার্স আপের মাঝে পুরষ্কার তুলে দেন।
.
৭ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকেই দীঘিনালা পুরাতন হাই স্কুল মাঠে হাজারো ফুটবলপ্রেমী ভিড় জমায়। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেল ৩টায় ফাইনাল খেলা শুরু হয়।
.
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দেশি-বিদেশি ফুটবলারের সমন্বয়ে গঠিত দলগুলো দর্শকদের মনোমুগ্ধকর খেলা উপহার দেয়। প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে রিপন স্মৃতি সংসদ একমাত্র গোল করে এগিয়ে যায় এবং জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালখালীর রিপন স্মৃতি সংসদ।
.
বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টটি দীঘিনালা ক্রীড়া উন্নয়ন সংস্থা ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়। এক মাসব্যাপী এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলগুলো অংশ নেয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মেরুং একাদশ এবং রিপন স্মৃতি সংসদ।
.
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
.
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছিল। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। যুবকদের মাদকাসক্তি ও অপরাধ থেকে দূরে রাখতেই এই আয়োজন। আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
.
এসময় তিনি সম্প্রীতি বজায় রেখে সমাজে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ