1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় পিকআপ ও সিএনজির সংঘর্ষ, চালকসহ আহত ৬ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় পিকআপ ও সিএনজির সংঘর্ষ, চালকসহ আহত ৬

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ভৈরফা এলাকায় পর্যটকবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাজেক থেকে খাগড়াছড়িগামী একটি পিকআপ এবং দীঘিনালাগামী একটি সিএনজি ভৈরফা এলাকায় মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে সিএনজি চালকসহ ৬ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন- সিএনজি চালক প্রিয়তম চাকমা (৩৫), খাগড়াছড় সদরের সুমেন্তু চাকমা (৩০), মহালছড়ির জিনা চাকমা (৩৪), দীঘিনালার পূর্ণ চাকমা (৩৫), মানিকছড়ি উপজেলার ফজিলা খাতুন ও মহালছড়ির মাইসছড়ি এলাকার তিশা চাকমা।
দীঘিনালা সিএনজি সমিতির লাইনম্যান বিকাশ চাকমা জানান, সংঘর্ষে সিএনজিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখে এবং আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা দুর্ঘটনার জন্য সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ