1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অসহায়দের মাঝে 'ভালবাসার বাজার' পৌঁছে দিলো স্বেচ্ছাসেবী তরুন-তরুনীরা - আলোকিত খাগড়াছড়ি

অসহায়দের মাঝে ‘ভালবাসার বাজার’ পৌঁছে দিলো স্বেচ্ছাসেবী তরুন-তরুনীরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
পবিত্র শবে বরাত উপলক্ষে খাগড়াছড়ি’তে এক ভিন্ন আয়োজনের মাধ্যমে ‘ভালোবাসার বাজার’ হিসেবে নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয় একঝাক তরুণ- তরুণী।
খাগড়াছড়িতে প্রতি বছরই ভিন্ন কিছুর আয়োজন করে থাকে এই তরুণ-তরুণীরা। তারই ধারাবাহিকতায় এ বছর আরও ভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন তারা। নিজেদের ব্যক্তিগত টাকা দিয়ে এবং পরিচিত স্বেচ্ছাসেবীমনা বড় ভাই বোনদের কাছ থেকে কিছু টাকা উত্তোলন করে এ আয়োজন সফল করে তারা।
এবারের ‘ভালোবাসার বাজার’ হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে চাল ২ কেজি, মুরগী ২ কেজি, তেল ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, আলু ১ কেজি ও মসলা ইত্যাদি মিলিয়ে নিজেরাই বাজার করে প্যাকেজ রেডি করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রীগুলো উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।
এই ভিন্ন আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় করে নাজমুস সাকিব (নাজমুল), আমিনুল ইসলাম (রাজু), আফরোজা আক্তার (পপি), ইমরান হোসেন, আল আমিন, আব্দুল আল নোমান, সাজু আহমেদ, আফরোজা আক্তার (সিক্তা), জান্নাতুল ফেরদৌস ও বনিনুর ইসলাম মিলে উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করেন।
সমন্বয়কারীদের পক্ষে আফরোজা আক্তার পপি বলেন, ‘আমরা সবাই স্বেচ্ছাসেবক। খেটে খাওয়া মানুষদের জন্য ভালো কিছু করতে পারলে আমরা আত্মতৃপ্তি পাই। দেশের যেকোনো দূর্যোগকালীন সময়ে আমরা সাধারণ মানুষদের মাঝে ভালো কিছু উপহার দিতে চাই। আর তারই ধারাবাহিকতায় আমরা বছরের বিভিন্ন সময় এরকম ভিন্ন কিছুর আয়োজন করে থাকি।’
তিনি বলেন, ‘আমাদের আজকের আয়োজন ছিলো অন্যান্য সব আয়োজনের থেকে ভিন্ন আমরা শবে বরাত উপলক্ষে চেষ্টা করেছি খেটে খাওয়া পরিবার গুলোর মুখে হাসি ফোঁটাতে তাই আমরা এই ‘ভালোবাসার বাজার’ উদ্যোগ গ্রহণ করি এবং তা বাস্তবায়নের জন্য পরিবারগুলোর মাঝে তা যথাযথভাবে পৌঁছে দিই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই ভিন্ন আয়োজনের ধারা আগামীতেও বজায় থাকবে এবং পরিবারগুলোর মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে আমরা তা বাস্তবায়নে কাজ করে যাব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ