হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় দীঘিনালার ২ নং বোয়ালখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বামাচরণ ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় দেড় শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি)।
কম্বল বিতরণকালে তিনি বলেন, ‘সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই নয়, বরং পার্বত্য অঞ্চলে শান্তি ও মানবিক সহায়তার জন্যও কাজ করে যাচ্ছে। আমরা চাই এ শীতেও কেউ কষ্টে না থাকে।’
এ সময় উপস্থিত ছিলেন বেতছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেন সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।
সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে শুধু দুঃখ লাঘবই নয়, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।