1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় আওয়ামী লীগ নেতা- প্রধান শিক্ষক গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা- প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চংড়াছড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেরুং ইউনিয়নের ছোট মেরুং ২ নম্বর কোলনী এলাকার নিজ বাড়ি থেকে মেরুং পুলিশ ফাঁড়ির একটি দল দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া জানান, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো আওয়ামী লীগ কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ