1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সেনাবাহিনীর সহযোগিতায় এতিম শিশুরা পেল শীতের উষ্ণতা - আলোকিত খাগড়াছড়ি

সেনাবাহিনীর সহযোগিতায় এতিম শিশুরা পেল শীতের উষ্ণতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় আল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৪নং পশ্চিম থানাপাড়ায় মাদ্রাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি।
এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হাসান, সম্মানিত লেফটেন্যান্ট আব্দুল মান্নান, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মোতালেব হোসেন, ২নং বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান কালাধন চাকমা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘এই শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শীতের কষ্ট লাঘবের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো।’
শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও আবাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মোতালেব হোসেন সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘শীতের তীব্রতায় এতিম শিশুরা কষ্ট পাচ্ছিল। সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের মুখে হাসি ফুটিয়েছে। এছাড়া, প্রধান অতিথি মহোদয় মাদ্রাসা ঘুরে দেখে আমাদের সমস্যাগুলো শুনেছেন, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।’
উল্লেখ্য, এর আগেও দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার দুর্গম এলাকার ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র এবং যুব সমাজের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে। সেনাবাহিনীর এসব মানবিক উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ