1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্ধী হতদরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ৫মতম বারের মত কবাখালী, বেলছড়ি, রশিক নগর, জামতলি এলাকায় ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার নেতৃবৃন্দ, এসময় মানুষের দৈনন্দিন জীবনের খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্মসাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাসুদ, মোঃ আক্তার হোসেন, মোঃ রবিউল ইসলাম পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী সালমা আক্তার মৌ, দীঘিনালা উপজেলার নাগরিক পরিষদের মোঃ সাদ্দাম হোসেন, মোঃ গোলাপ হোসেন, মোঃ মনসুর আলম হীরা, মোঃ আলী, মোঃ আল আমিন হাওলাদার, মোঃ শামীম হোসেন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান তিনি।
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার উদ্যোগে দীঘিনালা উপজেলায় ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রত্যেক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার সকল নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ