1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহামারী করোনায় মৃত্যু ২ লাখ ছুঁই ছুঁই - আলোকিত খাগড়াছড়ি

মহামারী করোনায় মৃত্যু ২ লাখ ছুঁই ছুঁই

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই পৃথিবী থেকে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে লক্ষেরও অধিক। বাড়ছে মৃত্যুর মিছিল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত মৃত্যের সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই করছে। এখন পর্যন্ত (শুক্রবার সকাল ৯ টা ১৫) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৪৭ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৫ জন।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৮ লাখ ৮০ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৯ হাজার ৮৪৫ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জনের মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।

মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন। মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন। মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ৫৩ হাজার ১২৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের। ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ