নিজস্ব প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী সময়ে দরিদ্র ও পাহাড়ে বসবাসরত প্রান্তিক মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নিয়ন্ত্রণাধীন বাঘাইহাট জোনের সেনা সদস্যরা।

শুক্রবার (২৯ মে) বাঘাইহাট সেনা জোনের দুইটিলা এবং মাসালং এলাকায় বসবাসরত সাধারণ মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই জায়গা গুলো এমনিতেই দূর্গম এবং সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন এবং সেনাবাহিনীর এই ধরনের কাজে ভীষণ খুশি তারা।