1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে পুলিশি অভিযানে ২ ইয়াবা কার্বারী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে পুলিশি অভিযানে ২ ইয়াবা কার্বারী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৬ পিস ইয়াবাসহ ২ মাদক কার্বারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পানছড়ি থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে পানছড়ির পোড়াবাড়ি পাইলটফার্ম এলাকা হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইয়াবা কার্বারীরা হলেন, পানছড়ির আব্দুল মালেক (২৪) ও তপন ত্রিপুরা। এই দুজনের নিকট থেকে ২৬ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার একটি চৌকস দল থানা এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউপির ৮নং ওয়ার্ডস্থ পোড়াবাড়ি পাইলটফার্ম এলাকার পাকা রাস্তার উপর হতে ২৬ পিস ইয়াবাসহ আব্দুল মালেক ও তপন ত্রিপুরা  নামে ২ ইয়াবা কার্বারীকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ