1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ আটক ২ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ আটক ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ