হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সংবেদনশীল ও অহিংস সমাজ গঠনে গণতান্ত্রিক সুশাসন চর্চার ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে বাবুছড়া ইউনিয়নের দাদন কার্বারিপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, সহ স্থানীয় কারবারি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে গগন বিকাশ চাকমা বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও অহিংস নীতি সমাজের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি হলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ধনেশ্বর দেওয়ান বলেন, ‘গণতান্ত্রিক চর্চা কেবল কথার বিষয় নয়, এটি সমাজের প্রতিটি স্তরে প্রয়োগ করতে হবে। ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।’
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি নাটক মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করে।
অনুষ্ঠানের সভাপতি দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত বলেন, ‘গণতন্ত্র ও অহিংস সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’
তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।