1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ঈদ আনন্দে এতিমদের পাশে সেনাবাহিনী; দীঘিনালায় অনুদান ও উপহার বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

ঈদ আনন্দে এতিমদের পাশে সেনাবাহিনী; দীঘিনালায় অনুদান ও উপহার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ; দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন।
রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানাপাড়া- কুমিল্লাটিলা এলাকার আল্-হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই অনুদান বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি এতিম ও মাদ্রাসার শিশুদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, “এই শিশুরা যেন কখনো বাবা-মায়ের অভাব অনুভব না করে, সেজন্য আমাদের সবার উচিত তাদের পাশে থাকা। আমরা সবাই মিলে তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা কার্যক্রমেই নিয়োজিত নয়, পাশাপাশি স্থানীয় জনগণের সুখ-দুঃখের সাথেও সম্পৃক্ত থাকে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ।”
মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, “শিশুরা যাতে নির্বিঘ্নে শিক্ষাগ্রহণ করতে পারে, সেজন্য আমরা প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবো।”
অনুষ্ঠান শেষে তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে চকলেট ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি মাদ্রাসার অবকাঠামো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ও দীঘিনালা সেনা জোনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী মিসেস ফারহানা আক্তার চৌধুরী, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি, উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
প্রসঙ্গত, খাগড়াছড়ি রিজিয়নের অধীনে থাকা সাতটি সেনা জোনে পুরো রমজান মাস জুড়ে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ