1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এসময় ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. রেজাউর রহমান, পিএসসি, সিগন্যালস উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি দায়িত্বরত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের অন্যতম দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বিজিবি শুধু সীমান্ত রক্ষা করে না, বরং জনগণের সেবাতেও প্রতিশ্রুতিবদ্ধ।’
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর মো. সুহিল ইবনে আজম, এএমসি, সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ হুমায়ুন করিম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
চিকিৎসা নিতে আসা প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিনামূল্যে ঔষধ পেয়ে বাবুছড়ার প্রদীপ বিকাশ চাকমা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বুকে ও হাঁটুতে ব্যথায় ভুগছি। এতদিন চিকিৎসা নেওয়ার সুযোগ পাইনি। আজ বিজিবির এই আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।’
স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ