1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আসামীর জামিনের প্রতিবাদে বিক্ষোভ - আলোকিত খাগড়াছড়ি

বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আসামীর জামিনের প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস পর গ্রেপ্তার হওয়া এক ব্যবসায়ী জামিনে মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে তারা অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সকাল ১০টায় বোয়ালখালী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম সহ কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ, বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ সহ শতাধিক ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ মার্চ গভীর রাতে হঠাৎ করে আগুনে বাজারের অন্তত ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর ব্যবসায়ী সাধন ঘোষ থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে ৩ এপ্রিল নুর ইসলাম (৩৭) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে তদন্ত চলাকালেই তার জামিনে মুক্তির ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই অভিযুক্তের জামিন তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, নুর ইসলামকে পুনরায় গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
কর্মবিরতির ফলে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। দূর-দূরান্ত থেকে আসা অনেক সাধারণ মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করতে না পেরে ভোগান্তিতে পড়েন। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।
এ সময় দীঘিনালা সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি উপস্থিত থেকে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ