বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বেশ কয়েকটি পাহাড়ী গ্রামে এলাকার যুব সমাজের উদ্যোগে ২৫ টি হোম কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা হচ্ছে।
যে সমস্ত এলাকায় ঘর নির্মাণ করা হচ্ছে ভাইবাছড়া, হাজাছড়া, রামছড়া, নাঙ্গলমারা, উলুছড়া, নন্দরাম, ডিপুপাড়া, শুকনোছড়া, করল্ল্যাছড়ি এগুচ্ছাছড়ি,ভাইবোনছড়া গ্রামে।
ঢাকা চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ও গার্মেন্টস কর্মীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে এসব ঘরে। প্রতিটি ঘরে ৪ জন করে ২৫ টি ঘরে এক শত লোক থাকতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, বিষয়টি আমি জেনেছি সাজেকের যুব সমাজ নিজ উদ্যোগে এসব ঘর তৈরি করেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
সাজেক এলাকার যুবক রুপম চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করলে বিষয়টি নজরে আসে এবং সচেতন মহলে প্রশংসার ঝড় উঠে।
এদিকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঘাইছড়ি বিভিন্ন ইউনিয়নে প্রবেশ করছে শত শত গার্মেন্টস ফেরত পাহাড়ী নারী পুরুষ বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আতঙ্কের মধ্যেই এমন প্রশংসনীয় উদ্যোগ আশা জাগিয়ে তুলছে।