শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
দেশের একমাত্র জেলা রাঙামাটি করোনার হাত থেকে নিরাপদ থাকলে ও ৬ মে দুপুরের চট্টগ্রামের নমুনা পরীক্ষায় রাঙামাটি জেলার ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডাঃ মো: মোস্তফা কামাল।
তিনি জানান, চট্টগ্রাম থেকে আমাদের বিষয়টি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন। যে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে রিজার্ভ বাজারের ১জন, দেবাশীষ নগরের ১ জন এবং রাঙামাটি সদর হাসপাতাল এলাকার ২ জনের দেহের নমুনায় শনাক্ত হয়েছে বলে জানান তিনি।চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবীর এ তথ্য নিশ্চিত করেন।