1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে 'শহীদী মার্চ' করেছে শিক্ষার্থীরা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ‘শহীদী মার্চ’ করেছে শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
ছাত্র-জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন ও দ্বিতীয় স্বাধীনতার ১মাস পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ‘শহীদী মার্চ’ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই শহীদী মার্চ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা খাগড়াছড়ির শাপলাচত্বর থেকে ‘শহীদী মার্চ’ র‍্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার হয়ে আদালত সড়ক ঘুরে এসে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী মো. রফিক, মাসুদ, মায়মুনা শারমিন, পারভেজ, শাকিল, সাকিব। ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আফিক, বায়তুশ শরফের শিক্ষার্থী খাইরুল আমিন মাসুম, তামিরুল মিল্লাতের শিক্ষার্থী আকতার হোসেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আসিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিম, ফোরকান প্রমুখ।
এসময় ছাত্র-জনতাকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা। একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানানোর পাশাপাশি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।
গত ৪ আগস্ট খাগড়াছড়িতে আন্দোলনরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ৮ শিক্ষার্থী ও ২ সাংবাদিকসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। এর মধ্যে থেকে চিকিৎসা শেষে ২জন শিক্ষার্থী সুস্থ হয়ে সহপাঠীদের মাঝে ফিরে এসেছেন। এরা হলেন, শাকিল সামস ও মারুফ। এসময় তাদেরকে খাগড়াছড়ি মুক্তমঞ্চে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ